
বানারীপাড়া প্রতিনিধিঃ
আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বানারীপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হাসান। আহত হওয়ার পরও দায়িত্বে অটল থেকে তিনি আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার এই সাহসিকতা ও কর্তব্যপরায়ণতা ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের রায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল। অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডও ঘোষিত ছিল। এই সাজা কার্যকর করতে গিয়ে অভিযানে নামেন এএসআই আলী হাসান।
অভিযানের একপর্যায়ে আসামি ও তার সহযোগীদের বাধার মুখে পড়েন তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত হন আলী হাসান। তা সত্ত্বেও পেশাগত দায়িত্ববোধ থেকে পিছপা না হয়ে একাই আসামিকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রেফতার করেন এবং থানায় হস্তান্তর করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত এএসআই আলী হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসআই আলী হাসানের এই সাহসিক ভূমিকাকে ‘দৃষ্টান্তমূলক’ উল্লেখ করে বলেন, “আলীর মতো কর্মকর্তা আমাদের গর্ব। তার কর্তব্যপরায়ণতা ও সাহসিকতা আমাদের অনুপ্রেরণা।”
স্থানীয় বাসিন্দারাও এই পুলিশ কর্মকর্তার সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে জানান, এমন কর্মকর্তারাই আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখেন।