
প্রথম আওয়াজ ডেস্ক:
বরিশালে সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করছে একটি অসাধু গোষ্ঠী, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা আদায়ে লিপ্ত। এসব অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একজোট হয়েছে বরিশালের ১৫টি পেশাদার সাংবাদিক সংগঠন।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ জানান, সম্প্রতি অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা ও তথাকথিত ফেসবুক টিভির ব্যানারে কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নগরজুড়ে ভয়ংকর চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। কখনও রাতের আঁধারে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায়, কখনও আবার গুরুত্বহীন ঘটনায় ‘সংবাদ’ তৈরির ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এমনকি একাধিক ধর্ষণ মামলার আসামি পর্যন্ত সাংবাদিকের পরিচয়ে এসব অপকর্মে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন,
“এদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকৃত সাংবাদিকরা সমাজে বিব্রত ও অসম্মানিত হচ্ছেন। এ অবস্থা চলতে পারে না।”
অ্যাকশন কমিটি গঠন ও প্রশাসনের প্রতি আহ্বান
সভায় অবিলম্বে ‘অপসাংবাদিকতা প্রতিরোধ অ্যাকশন কমিটি’ গঠনের সিদ্ধান্ত হয়। এ কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি এসব ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, কেউ যদি সাংবাদিকতার পরিচয়ে অনৈতিক সুবিধা দাবি করে বা চাঁদাবাজির চেষ্টা করে, তবে ভুক্তভোগীরা যেন দ্রুত নিম্নোক্ত সাংবাদিক নেতৃবৃন্দকে জানান:
অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সভাপতি, বরিশাল প্রেসক্লাব – ০১৭১১-৩৭২৪৬৪
খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক, বরিশাল রিপোর্টার্স ইউনিটি – ০১৭১১-২৬১১৮৮
আযাদ আলাউদ্দীন, সভাপতি, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন – ০১৭১২-১৮৯৩৩৮
উপস্থিত বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ
সভায় উপস্থিত ছিলেন বরিশালের সাংবাদিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা, যাদের মধ্যে ছিলেন:
খালিদ সাইফুল্লাহ (সাধারণ সম্পাদক, বরিশাল রিপোর্টার্স ইউনিটি)
আযাদ আলাউদ্দীন (সভাপতি, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন)
মো. হাফিজুর রহমান হিরা (সাধারণ সম্পাদক, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন)
কাজী মিরাজ মাহমুদ ও এম লোকমান হোসাইন (প্রকাশক ও সম্পাদক পরিষদ)
সাইফুর রহমান মিরন ও ফিরদাউস সোহাগ (সাংবাদিক ইউনিয়ন বরিশাল)
মুরাদ আহমেদ ও কাওসার হোসেন (ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন)
হুমায়ুন কবির (টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন)
জিয়া শাহিন ও খান রুবেল (বার্তা সম্পাদক ফোরাম)
কমল সেনগুপ্ত (সিনিয়র সাংবাদিক)
শাহিন সুমন (টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন)
জুয়েল রানা ও রাতুল আহমেদ (ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন)
বরিশালের প্রকৃত সাংবাদিক সমাজ একযোগে স্পষ্ট বার্তা দিয়েছে, সাংবাদিকতার নামে অপকর্ম বরদাস্ত করা হবে না। যারা এই মহান পেশাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে। অপসাংবাদিকতার বিরুদ্ধে এই সম্মিলিত অবস্থান বরিশালে সাংবাদিকতার মান রক্ষা ও নৈতিকতা বজায় রাখার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।