
বরিশাল প্রতিনিধিঃ
দীর্ঘদিনের প্রেমর কারনে যশোরে এক তরুণী প্রেমের টানে যশোর থেকে আগৈলঝাড়ায় প্রবাসী প্রেমিকের বাড়ি। ১৪ অক্টোবর যশোর পিতার বাড়ি থেকে মোসা. রাবেয়া খাতুন (২৮) নামে এক তরুণী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নেবানল প্রবাসী তামিম হাওলাদারে বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
ওই প্রেমিকা তরুণী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রমের ষেওদি প্রবাসী মো. রবিউল হেসেন এর মেয়ে।
প্রেমিকার বারিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় চেংগুটিয়া গ্রামের মো.আব্দুল মান্ন হাওলাদারে ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, যশোরে রাবেয়া আর বরিশালে তামিম হাওলাদার দীর্ঘদিনের প্রেমের সম্পক চলছিলো। এ বিষয়ে উভয় পরিবারকে জানানো হয়। এর পরে দুই পরিবারে আত্মীয় স্বজন ছেলের ও মেয়ে দেখা সুনা করেন । উভয় মাঝে কথা পাকাপাকি হয়। ছেলে পক্ষ থেকে মেয়েকে আংটি পড়ানো হয়। এরই মাছে মেয়ের পিতা মেয়েকে জানায় তার প্রেমিক তামিমের সাথে তাকে বিয়ে দিবেন না। আর এই কারে প্রেমিক রাবেয়া খাতুন বাবা বাড়ি থেকে পালিয়ে ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে প্রেমিক তামিমের বাড়ি অবস্থান নেয়। প্রেমিক তামিম দেশের বাহিরে থাকার কারনে তামিমের পরিবার মেযেটিকে নিয়ে বিপাকে পরেছেন।
মোসা. রাবেয়া খাতুন জনান, আমি তামিমকে ভালোবাসি। আমার পিতা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্যত্য বিদে দিতে চায়। তাই আমি বাড়ি থেকে তামিমের বাড়ি চলে আসছি।
রাবেয়ার চাচা মো. বক্তিয়ার ধাবুক জানান, আমরা ছেলের বাড়ি গিয়ে দেখেছি। ছেলে আমাদের পছন্দ হয়েছে। ছেলে আত্মীয়স্বজন আমাদের বাড়ি এসে মেয়ে দেখে তাকে আংটি পড়িগয়ে গেছে। মেয়ের পিতা এখন তামিমের সাথে বিয়ে দিতে চাচ্ছেনা।
ছেলের পিতা মো. আব্দুল মান্নন হাওলাদার জানান, আমার ছেলে ওই মেরে সাথে প্রেম করে। বর্তমানে আমার ছেলে দেশের বাহিরে নেবানল রয়েছে। আমার মেয়ে দেখে তাদের বাড়িবসে মেয়েে হাতে আংটি পড়িয়ে আসছি। ১৪ অক্টোবর মেয়ে আমাদের বাড়ি এসে উঠছে। আমি বিষয়টি স্থানিয়দের জানিয়েছি।