
হাসিব মাহমুদ রাহাত,
জনাব এস সরফুদ্দিন আহমেদ সান্টু বেফাঁস কথা বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টু চাঁদা-বাজিতে নেতাকর্মীদের উৎসাহিত করার তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে।
বিএনপি’র উজিরপুর উপজেলা সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদা-বাজি করেছে, সেটা আমি তাদের করতে দিছি। কারণ গত ১৭ বছর নেতাকর্মীরা কিছু খায় নাই।’
তিনি সতর্ক করে বলেন, ‘দল ক্ষমতায় না এলে কিন্তু কিছু পাবেন না।’ এই বক্তব্য বানারীপাড়া ও উজিরপুরে তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।
বিএনপির নেতা কর্মীরা সমালোচনা করে বলছে অনলাইন মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও ও ছবির ফুটেজ ইডেট করা এবং এ বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে এর কোনো সত্যতা পাওয়া যায় নি।
সাধারণ জনগণের দাবি এধরণের বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অনেকটাই নিচে নামিয়ে দিয়েছে অন্য দিকে এ বানারীপাড়ার বিএনপি নেতারা আঙুল তুলছে দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যে তাদের উৎকানি তে এসব হচ্ছে তবে এখন ও তারা নাম প্রকাশ করেন নি।