
বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় ধর্ষণের অভিযোগে হৃদয় হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
হৃদয় মহিরন হাসপাতাল গেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মহিলার স্বামী বাড়িতে না থাকায় একাই ঘরে ঘুমিয়ে ছিলেন।
রবিবার রাত ১ টার সময় হৃদয় মহিলার ঘরের দরজায় শব্দ করলে তিনি দরজা খুলে দেখতে যান। এসময় হৃদয় মহিলাকে ভয়ভিতি দেখিয়ে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষন করে। সোমবার দুপুরে মহিলা নিজেই বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে আটক করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের পর থেকে হৃদয় পুলিশের নজরদারিতে ছিল। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গতকাল সোমবার চাড়াভিটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।#