
মালেশিয়া প্রতিনিধি।
বরিশাল বানারীপাড়া উপজেলার হাবিবপুর গ্রামের বেপারী বাড়ি নিবাসী মোঃ আতাহার বেপারির ছেলে মোঃ সোহাগ বেপারি মালেশিয়ায় কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোহাগ মালেশিয়া জহুর বারু স্কাফহোল্ডিংয়ের ফোর ম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত অনেক দিন যাবত,তিনি সততা ও কঠোর পরিশ্রম করে তার লক্ষে পৌঁছে ছিলো, সোহাগ দুপুরে স্কাফহোল্ডিংয়ের প্যালেঞ্জারের কাজ করতে গিয়ে সেফটি ও হারনেস বেল্ট খুলে যায় এবং উপর থেকে রড ও সিমেন্টের স্থাপনার উপরে পড়ে প্রথমে পা ভেঙে যায় তারপর তার মাথায় আঘাত লাগে এবং রক্ত ক্ষরন হয় স্পটেই মারা যায়।
এ বিষয়ে সোহাগের সেফটি ইনর্চাজের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সম্পূর্ণ এড়িয়ে যায় এবং বলেন যখন সোহাগের মৃত্যু হয় আমি তখন এখানে উপস্থিত ছিলাম নাহ আমি অন্য সাইডে ছিলাম এবং আমাকে জানানোর সাথে সাথে আমি চলে আসি এসে দেখি সে স্পটেই মারা যায়।
পরবর্তীতে পুলিশকে জানানো হলে স্পটে আসে এবং শনাক্তকরন করে কিভাবে মারা যায় তার রিপোর্ট ও ভিডিও ফুটেজ সহ মৃত দেহ ফরেনসিকের জন্য লাশ নিয়ে যাওয়া হয় পুলিশের হেফাজতে।
এসময় সোহাগের সহকর্মীরা বলেন তিনি সেফটি মেনে কাজ করতো সব সময় কিন্তু তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছি নাহ,এবং কোম্পানির সুপারভাইজার সহ সকলকে দাবি জানিয়ে সোহাগের মৃত দেহ দ্রুত বাংলাদেশে পাঠানো সহ সোহাগকে ক্ষতি পূরন দেওয়ার জন্য অনুরোধ করেন এবং সোহাগের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।