
লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা মজিবুল হক একাডেমিতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আউট রিচ প্রোগ্রামের আওতায় উক্তি লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. ছফিউল্লাহ, প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক সুমা ভৌমিক ও কয়েকজন শিক্ষার্থী।
শিক্ষা অফিসার মো. তহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হবেন। ফলে গ্রাম আদালত সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে। অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
https://shorturl.fm/gGZz7
https://shorturl.fm/3fs7E
https://shorturl.fm/qlguu