
হাসিব মাহমুদ রাহাত
প্রবাসীরা হলেন সেসব ব্যক্তি যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে দীর্ঘকাল বসবাসের জন্য যান যেখানে তারা কাজ করেন এবং পরিবারের জন্য আর্থিক সচ্ছলতা আনেন।
প্রবাস জীবন একদিকে যেমন কঠিন পরিশ্রম, একাকীত্ব, ও ত্যাগের জীবন, তেমনই এটি পরিবার ও দেশের উন্নয়নের জন্য স্বপ্ন পূরণের এক মাধ্যম বটে,প্রবাসীদের জীবন শুধুমাত্র নিজের জন্য নয় বরং পরিবার ও প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর প্রচেষ্টা।
প্রবাস জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক থাকে সেগুলো সবাইকেই মেনে নিতে হয় যেমন ত্যাগ ও পরিশ্রম প্রবাসীরা নিজের আরাম ও সুখ বিসর্জন দিয়ে রাত-দিন কঠোর পরিশ্রম করে থাকেন, একাকীত্ব নিজের দেশ পরিবার বন্ধু-বান্ধব ছেড়ে আসার কারণে প্রবাসীরা প্রায় সময়ই একাকীত্ব ও বিচ্ছিন্নতার শিকার হন,আর্থিক অবদান প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখেন,স্বপ্ন ও আশা তাদের জীবনের মূল লক্ষ্য থাকে পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা এবং নিজেদের স্বপ্ন পূরণ করা। নিজস্ব পরিচয় বিদেশে বসবাসের কারণে তারা নিজস্ব একটি নতুন পরিচয়ের অংশ হয়ে ওঠেন এবং নিজের সংস্কৃতির সাথে নতুন সংস্কৃতির মেলবন্ধন ঘটান,মানসিক চাপ পরিবার থেকে দূরে থাকার কারণে কাজের চাপ এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অনেক প্রবাসীর মানসিক স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করে,সুখ-দুঃখের মিশ্রণ প্রবাসীদের জীবন কখনো সুখের হয় আবার কখনো থাকে দুঃখের ছায়া ঘেরা তারা সবসময় এক চিলতে সুখের আশায় দিন গুনে। প্রবাসীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা নিজেদের জীবনের বিনিময়ে কঠিন বাস্তব তাকেও মোকাবিলা করে পরিবার ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভাই মানসিক প্রেসারে প্রবাসে মৃত্যু বরন করেছেন।
সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া চাচ্ছি।